
শঙ্কু কর্মকার,দক্ষিণ দিনাজপুর: বৃহস্পতিবার সাত সকাল থেকে রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ সহ একাধিক প্রাক্তন ও বর্তমান পুরপ্রধানের বাড়িতে হানা দিয়েছে ইডি।বৃহস্পতিবার নিজের বাসভবন থেকে আর সেই বিষয়ে মুখ খুললেন দক্ষিণ দিনাজপুর জেলার সাংসদ তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন রথীন ঘোষ পৌর পিতা থাকার সময় বেআইনি নিয়োগ করিয়ে প্রচুর অর্থের মালিক হয়েছে। কিন্তু তিনি খুব চালাক মানুষ তার জীবনযাত্রা খুব সাধারন । কিন্তু এইভাবে ইডির চোখে ফাঁকি দেওয়া যায় না। সব চোর ধরা পড়বে।
। এছাড়াও তৃনমূলের রাজ ভবন অভিযানের দিন রাজ্যপালের উত্তরবঙ্গ সফর সম্পর্কে বলেন । রাজ্যপাল উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখতে এসেছেন। কারণ তৃণমূল উত্তরবঙ্গ কে নিয়ে কখনো ভাবেনা। রাজ্যপাল সেকথা ভেবেছেন তার জন্য আমরা তাকে সাধুবাদ জানাই।
পাশপাশি বামেদের সিজিও কমপ্লেক্স অভিযান কে কটাক্ষ করে বলেন ,ঘোলা জলে মাঝ ধরার চেষ্টা করছেন তারা ।বামেদের জন্য তদন্ত পক্রীয়া ব্যাহত হচ্ছে।
এছাড়াও এদিন সিকিম ও উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সুকান্ত মজুমদার।