
সুকান্ত চট্টোপাধ্যায়,বসিরহাট:
বিজেপি নয় ৩৫৫ ও ৩৫৬ চাইছে বাংলার মানুষ।সোমবার বসিরহাটে এসে এমনই মন্তব্য করলেন সুকান্ত মজুমদার ।এদিন বিজেপি রাজ্য সভাপতি বলেন শাসক দল সাধারণ মানুষের উপর অত্যাচার করছে , তাই বাংলার মানুষ ৩৫৫ ও ৩৫৬ ধারা চাইছে, আমরা চাইছি না।
আগামী কয়েক মাসের মধ্যে তৃণমূলের বিধায়করা দলে দলে বিজেপিতে যোগ দেবেন বলেও দাবি করেন তিনি।সোমবার ব্যাঙ্গালোরে ২৪ টি বিরোধী দলের বৈঠককে কটাক্ষ করে বলেন সোনিয়া গান্ধীর নৈশ ভোজে গেলে কোন লাভ হবে না, বিপুল পরিমাণ আসন নিয়ে ২০২৪এ প্ আবার ক্ষমতায় আসবে বিজেপি।
উল্লেখ্য সোমবার ভোট পরবর্তী হিংসায় জখম বিজেপির কর্মী সমর্থকদের দেখতে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে আসেন সুকান্ত মজুমদার।সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিজেপি রাজ্য সভাপতি ।