
জয়ন্ত সাহা, আসানসোল : আসানসোল লোকসভা কেন্দ্রে এবার লড়াই ত্রিমুখী. ফের একবার বিহারীবাবু শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল. অন্যদিকে, পোর খাওয়া সিপিএম নেত্রীর ওপর আস্থা রেখেছে বাম-কংগ্রেস. বিজেপির বাজি বর্ধমান-দুর্গাপুরের বিদায়ী সাংসদ এসএস আলুওয়ালিয়া. বৃহস্পতিবার আলুওয়ালিয়ার সমর্থনে হুড খোলা গাড়িতে বর্ণাঢ্য প্রচার করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই নির্বাচনী প্রচারটি বার্নপুর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বন্ধু মহল মাঠ, সুভাষপল্লী স্কুল হয়ে ফের বার্নপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। সঙ্গে ছিলেন জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় সহ বিজেপি এবং কর্মী সমর্থকরা।
এদিন প্রচার শেষে সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে শাসকদলকে কড়া নিশানা করেন সুকান্ত. তিনি বলেন, ‘সন্দেশখালির পাপ ঢাকতে অনেক কিছু করবে. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহের ভিডিও কারচুপি করে ভাইরাল করে দেওয়া হচ্ছে. এই ভুয়ো ভিডিও দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তৃণমূল’