
গোপাল শীল, গঙ্গাসাগর : গঙ্গাসাগরে এসেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার ভেসেলে চেপে সাগরে পৌঁছান সুকান্ত। নামখানা থেকে লঞ্চে করে বেনু বনে পৌঁছান সেখান থেকে গাড়ি যোগে কপিলমুনি মন্দিরে পৌঁছান। পুণ্য স্নান করে পূজা দেন কপিলমুনির মন্দিরে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালির ঘটনায় রাজ্য সরকারকে একহাত নেন বিজেপি সাংসদ. ইডির উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য সরকার চাইছে ভারত থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করে দিতে।
উল্লেখ্য, সন্দেশখালির ঘটনায় এখনও অধরা শেখ শাহজাহান। এর মধ্যেই ইডির ওপর হামলার ঘটনায় এবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ঘটনার পর রাজ্যের তরফে ঠিক কী কী পদক্ষেপ করা হয়েছে, তা জানতে চেয়ে রাজ্যকে চিঠি পাঠিয়েছে অমিত শার মন্ত্রক।