
গোপাল শীল,সুন্দরবন:প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে গঙ্গাসাগর। ক্রমাগত ভাঙছে সমুদ্র তট। এই পরিস্থিতির মোকাবিলা করতে রাজ্য সরকার নিয়েছে নয়া উদ্যোগ, সমুদ্রতট বরাবর শুরু হয়েছে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন। সেই মতো সুন্দরবনের সমুদ্রতটে সুন্দরী গরাণ ,হেঁতাল,বানী, এবং কেওড়া থেকে শুরু করে বিভিন্ন গাছ রোপণ করা হচ্ছে । মঙ্গলবার গঙ্গাসাগর ১ নম্বর সমুদ্র সৈকতে ,দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে বৃক্ষরোপণ করা হয় । এদিনের বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলাশাসক সুমিত গুপ্তা, মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও সহ অন্যান্য আধিকারিকরা। আগামী দিনে গঙ্গাসাগর কে ভাঙনের হাত থেকে রক্ষা করতে সমুদ্র তট জুড়ে ম্যানগ্রোভ বনাঞ্চলের তৈরি পরিকল্পনা এই পরিকল্পনার প্রশংসা করেছেন এলাকাবাসী ও পরিবেশবিদরা।