
গোপাল শীল,সুন্দরবন:
পর্যটন মরশুমের শুরুতেই মোক্ষলাভ পর্যটকদের।সোমবার বিকালে সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকদের দর্শন দিল রয়েল বেঙ্গল টাইগার।লঞ্চে চেপে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় নদী বক্ষে ভ্রমণের সময় সাঁতরে একটি জঙ্গল থেকে অন্য জঙ্গলে যেতে দেখা যায় দক্ষিণরায়কে।শীতের মরশুমের শুরুতেই বাঘের দর্শন পেয়ে খুশি পর্যটকেরা।