
গোপাল শীল,সুন্দরবন :একাধিক প্রাকৃতিক বিপর্যয়ে বার বার ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন। এবার তাই গাছের গুরুত্ব বোঝাতে ফলের বীজ দিয়ে পুজো মণ্ডপ তৈরি করেছে কাকদ্বীপের হরিপুর দাস পাড়া ঐক্য সম্মেলনী । পাশাপাশি পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে ঝড় প্লাবিত এলাকার পশু, পাখি ও মানুষের করুন আর্তনাদ। প্রতিমা ও পুজো মণ্ডপ তৈরি করার জন্য সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে জোগাড় করা হয়েছে সোনাঝুরি গাছের ফল বিভিন্ন ঘাস ও কুমড়ার দানা ,। নটে গাছের ফল দিয়ে তৈরি হয়েছে দুর্গা প্রতিমা,।
প্রতিমার চোখ এবং মুখে ব্যবহার করা হয়েছে অর্গানিক রং ।আর এই অভিনব দুর্গা মূর্তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কাকদ্বীপ এলাকায়।