
বাবলু প্রামানিক,সুন্দরবন : সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সৌর বাতি বসানোর উদ্যোগ নিল বনদপ্তর। সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চলগুলিতে বিদ্যুৎ না থাকার ফলে তা গ্রামবাসীদের কাছে সমস্যাজনক ছিলো। তবে সেই সমস্যার সমাধানের জন্য এগিয়ে এলো দক্ষিণ ২৪ পরগণা বনদপ্তর বিভাগ। বনদপ্তরের সহযোগিতায় একটি বেসরকারি সংস্থা সুন্দরবনের বাদাবনে সৌর আলোর ব্যবস্থা করে। এলাকায় ৩০টি সৌর বাতি বসানোর ব্যবস্থা করা হয়। ইতিমধ্যেই ৫টি সৌর খুঁটি বসানো হয়েছে।
কুলতালি রেঞ্জ ডিরেক্টরেট ফরেস্টের, দক্ষিণ ২৪ পরগণা বিভাগের অধীনে পড়ে এই বাদাবন এলাকা। সুন্দরবনের কুলতলী রেঞ্জের দেবীপুর গ্রামের প্রায় ৪১৩৬ টি পরিবার এই রাস্তায় বসানো সৌর ল্যাম্প এর সুবিধা ভোগ করতে পারবে বলে জানা গেছে।