
বাবলু প্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনা: সুন্দরবনের বাসিন্দারা একের পর এক ভয়াবহ ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছেন । সেই সব ঝড়ের কবলে পড়ে আশ্রয় হীন হয়েছিলেন সুন্দরবনের বাসিন্দারা। সেই অবস্থায় , তাদের পাশে দাঁড়িয়ে ছিল এই সুন্দরবনের ম্যানগ্রোভ। বড় বড় ঘূর্ণিঝড় মোকাবিলা কর সুন্দরবনের বুকে এখনও দাঁড়িয়ে আছে তারা। সেই সুন্দরবনের রক্ষাকর্তা কে ম্যানগ্রোভ কে চোরা শিকারিরা কেটে পাচার করে দিচ্ছে । অন্যদিকে অসাধু ব্যবসায়ীরা ম্যানগ্রোভ কেটে বানাচ্ছে ফিশারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন ম্যানগ্রোভ কে ধ্বংস করা যাবে না। ইতিমধ্যেই পাঁচ কোটি ম্যানগ্রোভ চারা বসানো হয়েছে সুন্দরবনের বুকে। এরপর বৃহস্পতিবার গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রর উদ্যোগে ভঙ্গুর নদী বাঁধে ম্যানগ্রোভের কাঁকড়া প্রজাতির চারা লাগালেন স্বনির্ভর দলের মহিলারা ।