
গোপাল শীল,সুন্দরবন: লুট হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ।প্রতিনিয়ত ঘটছে হাজার হাজার সবুজের মৃত্যু। জীবন সংকটে উপকূলের মানুষজন। গ্রামবাসীদের অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ বিডিওর ।
একদিকে যখন মেছো ভেড়ি তৈরীর জন্য নির্বিচারে ধ্বংস করা হচ্ছে ম্যানগ্রোভ। আবার তখন অন্যদিকে নদীর তট দখল করে বেআইনি নির্মাণের কাজ চলছে রমরমিয়ে। এভাবে কাঠ ও জমি মাফিয়াদের দাপটে বিপন্ন রায়দিঘি বিধানসভার দমকল খেয়াঘাট লাগোয়া বিস্তীর্ণ ম্যানগ্রোভের জঙ্গল। এলাকার বাসিন্দাদের দাবি, শাসকদল মদতপুষ্ট কাঠ ও জমি মাফিয়াদের হাত থেকে নির্বিচারে ম্যানগ্রোভ ধ্বংস ও বেআইনিভাবে নদীর চর ও তট দখল রুখতে কোন হেলদোল নেই বনদপ্তর ও পুলিশ প্রশাসনের।যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত দফতর। তারা জানিয়েছেন ম্যানগ্রোভ কাটার অভিযোগ সঠিক নয়।গ্রামবাসীরা ম্যানগ্রোভের উপকারিতা সম্পর্কে অবগত।তারা গাছ কাটতে দেবেন না।বিডিও নাজির হোসেন জানিয়েছেন গাছ কাটার অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন।বন দফতরের পক্ষ থেকে সুরক্ষা কর্মী নিয়োগ করা হয়েছে।গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে। তবে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
তবে প্রশাসন ও বনদফতর অস্বীকার করলেও মথুরাপুর দু’নম্বর ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দমকল খেয়াঘাটের আশেপাশের এলাকায় মণি নদীর চরে গত কয়েক মাসে সাফ হয়ে গিয়েছে কয়েকশো বিঘের মতো ম্যানগ্রোভ জঙ্গল। রাতারাতি সেখানে তৈরি হয়েছে মেছো ভেড়ি ও বেআইনি নির্মাণ। তারই বিরুদ্ধে সরব হয়েছেন এলাকাবাসি।