
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা : আধুনিক প্রযুক্তির যুগে এবার কৃষিকাজেও আধুনিকতার ছোঁয়া। আধুনিক পদ্ধতিতে কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে ড্রোন। মথুরাপুর ২ নং ব্লক কৃষি অফিস ও রাজ্য সরকারের কৃষি দফতরের উদ্যোগে এই ড্রোন বব্যবহার করা হয়েছে। জেলার বিস্তির্ণ এলাকার মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। তাঁদের সুবিধার্থেই এই উদ্যোগ। ড্রোন দিয়ে এতদিন চাষের জমিতে কীটনাশক স্প্রে করা যেতে পারে। কীটনাশকের পাশাপাশি বিভিন্ন রাসায়নিক সার, নিমতেল ইত্যাদি স্প্রে করতেও কাজে লাগতে পারে এই অত্যাধুনিক প্রযুক্তি। এই কাজই হাতে কলমে প্রয়োগ করতে সেখানে এসেছিলেন বিজ্ঞানী কৃষ্ণেন্দু রায়।
উল্লেখ্য, ১২ মিনিটের মধ্যে ৩ কিলোমিটার এলাকা জুড়ে কাজ করতে পারবে এই ড্রোন। দ্রুত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্থ এলাকা চিহ্নিত করতে পারবে। ফলে লাভবান হবে সকলেই। আগামী দিনে এই প্রযুক্তি আরও ব্যবহার করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।