
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা : পৌষ মাস মানেই মেলা, উৎসব, পিঠে-পার্বণ। সামনেই পৌষ সংক্রান্তি। আর তার আগে ফের একবার নিম্নমুখী পারদ। গ্রাম থেকে শহর, এই শীতের আমেজে মেলা, উৎসবে মেতেছে আট থেকে আশি। আর এরই মধ্যে সুন্দরবনের পাথরপ্রতিমায় শুরু হয়ে গেল কৃষি ও সাংস্কৃতিক উৎসব। প্রায় আড়াইশো পরিবারের উদ্যোগে উদ্বোধন হলো উৎসবের। লক্ষ্মীপুর বিধান পল্লী উৎসব কমিটির পরিচালনায় তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক নাচ-গানের আয়োজন করা হয়েছে। রয়েছে গ্রামবাংলার গৃহবধূদের তৈরি পিঠে পুলি প্রদর্শনও যা ঘিরে উচ্ছ্বসিত গ্রামের মহিলারা। মাটির স্বাস্থ্য পরীক্ষা ও কৃষিভিত্তিক প্রশ্নোত্তর, জৈব দিয়ে চাষের প্রশিক্ষণ, স্বাস্থ্য পরিষেবা বিষয়ক বিভিন্ন আলোচনাও অনুষ্ঠিত হয়। তবে দর্শকদের যা সব থেকে নজর কেড়েছে, তা হল মহিলাদের অভিনীত নাটক “শাশুড়ি ফেরার”।
কেবলমাত্র একটি পাড়ার পরিবারের উদ্যোগে এত বড় অনুষ্ঠান পাথরপ্রতিমায় এই প্রথম। এই কৃষি মেলা দেখতে উপস্থিত হন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা সহ বহু বিশিষ্ট ব্যক্তিগন।