
ওঙ্কার ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যত ঝুলেই রইল। বুধবার সুপ্রিম কোর্টে শুনানি হলেও কোনও চূড়ান্ত রায় আসেনি। আগামী ২৭ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এদিন রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী দুষ্মন্ত দাভে। আদালতে তিনি বলেন, যদি বৃহত্তর ক্ষেত্রে দুর্নীতি হয়ে থাকে, তাহলে চাকরি যেতে পারে। কিন্তু যদি সেভাবে দুর্নীতি না হয়ে থাকে, তাহলে যাঁরা যোগ্যদ তাঁদের চাকরি বাতিল হওয়া উচিত নয়।
মামলার সওয়াল-জবাব শুনে প্রধান বিচারপতি জানান, ‘এই মামলায় সবথেকে বড় চ্যালেঞ্জ হল দুর্নীতিকারী এবং দুর্নীতিহীনদের আলাদা করা। নইলে গোটা প্যানেলই বাতিল করতে হবে।’ রাজ্যের আইনজীবীর তরফে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে প্রশ্ন তোলা হয়। নিয়োগ দুর্নীতির ফলে যোগ্য প্রার্থীরাও সমস্যায় পড়ছেন বলে আদালতে মন্তব্য করেন দাভে।