
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা হাইকোর্টে বিচারপতি বনাম বিচারপতি সংঘাতের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেয় দেশের শীর্ষ আদালত। শনিবার সকালে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চে হয় এই ঘটনার শুনানি। এই বিশেষ বেঞ্চ ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি অনিরুদ্ধ বসু। সেখানেই মেডিকেল দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল এই বিশেষ বেঞ্চ। একই সঙ্গে এই মামলায় হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের যাবতীয় নির্দেশের ওপর স্থগিতাদেশের নির্দেশ। মামলায় যুক্ত হতে রাজ্য সরকার ও মূল মামলাকারীকেও নোটিশ দেশের শীর্ষ আদালতের। প্রসঙ্গত, মেডিক্যাল কলেজে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের উপর প্রথমে স্থগিতাদেশ দেয়। পরে সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজ করে দেয়। এর পরেই ডিভিশন বেঞ্চের এই নির্দেশের প্রক্রিয়াগত ‘ত্রুটি’ নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি তাঁর নির্দেশনামায় বিচারপতি সৌমেন সেন সম্পর্কে একাধিক অভিযোগ তোলেন। এমনকি বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তা-ও তিনি কার্যকর হবে না বলে জানিয়ে দেন। আগামী সোমবার তথা ২৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।