
ওঙ্কার বাংলা ডেস্ক: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার আরও এক দুষ্কৃতী। অভিযুক্তকে বিহারের বৈশালী থেকে গ্রেফতার করেছেন লালবাজার গুন্ডা দমন শাখার তদন্তকারীরা। এই নিয়ে কসবাকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুষ্কৃতীর নাম লক্ষন শর্মা ওরফে ছোটু। তৃণমূল কাউন্সিলর খুনের চেষ্টার ঘটনায় সে জড়িত বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশের এক কর্তা সংবাদমাধ্যমে জানান, কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা সোমবার বিহারের বৈশালী এলাকায় তদন্ত চালিয়ে লক্ষন শর্মা ওরফে ছোটু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন। সেই সঙ্গে তিনি আরও বলেন, মঙ্গলবার ভোরে ধৃতকে কলকাতায় নিয়ে আসা হয়৷ এদিনই তাকে আদালতে পেশ করা হবে। আদালতে তুলে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারীরা।
প্রসঙ্গত কসবায় তৃণমূল কাউন্সিলরের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা৷ প্রত্যেকেই গ্যাংস্টার সদস্য বলে প্রাথমিক অনুমান লালবাজারের গোয়েন্দাদের। উল্লেখ্য এর আগে এই ঘটনায় যুবরাজ সিং নামে এক শার্প শ্যুটারকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। সেই সঙ্গে এক ট্যাক্সি চালককে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও অনেকে এই ঘটনায় জড়িত বলে দাবি গোয়েন্দাদের। ধৃতদের জেরা করে বাকিদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।