
নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকাল থেকে টানা কুড়ি ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারের পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ রাজ্য সরকারকে। এক্স হ্যান্ডেল শুভেন্দু অধিকারী লেখেন, এবার হয়তো মন্ত্রিসভার বৈঠক ও বিধানসভার বৈঠক জেলেই ডাকতে হবে। পাশাপাশি শুভেন্দু অধিকারীর আরও দাবি,মুখ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচাতে চাইছেন।প্রসঙ্গত, বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন ,রাজ্যের মন্ত্রীদের বারবার হেনস্থা করছে ইডি, সিবিআই। পাশাপাশি তিনি আরও বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক সুগারের রোগী। তার যদি কিছু হয় তবে বিজেপি ও ইডির বিরুদ্ধে এফআইআর করবেন তিনি। উল্লেখ্য,বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেফতারের পর জ্যোতিপ্রিয় মল্লিক সংবাদ মাধ্যমের সামনে জানান,তিনি ষড়যন্ত্রের শিকার। প্রসঙ্গত,রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে এই প্রথম রাজ্যের কোন হেভিওয়েট মন্ত্রীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।