
ওঙ্কার বাংলা ডেস্ক: বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এবার এপার বাংলায় হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের পাশাপাশি হিন্দুদের উপর নিপীড়ন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। জাতিসঙ্ঘের উদ্যোগে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর জন্য রাজ্যের বিধানসভায় প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই আবহে শুভেন্দুর এমন বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
ঠিক কী বলেছেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী? এদিন শুভেন্দু অধিকারী বলেন, “মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ইসকনের পক্ষ থেকে যাঁরা গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে আছেন তাঁদের ভয়ঙ্করভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত।” শুধু তাই নয় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও বিঁধেছেন তিনি। বাংলাদেশে হামাস, আইএস, তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ কাজ করছে বলে এ দিন সরব হন তিনি। সেইসঙ্গে রাজনীতির রঙ ভুলে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।