
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রকাশিত হয়েছে বঙ্গ বিজেপির নির্বাচনী কমিটি।রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দ্বন্দ্ব মিটিয়ে চলার বার্তা দিয়েছেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, প্রাক্তন দুই রাজ্য সভাপতি রাহুল সিনহা ও দিলীপ ঘোষ সহ মোট কুড়ি জনের নির্বাচনী কমিটি তৈরি করে দিয়েছেন শাহ নাড্ডারা। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, অগ্নিমিত্রা পল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার সহ একাধিক সাংসদ বিধায়কের জায়গা হয়েছে নতুন নির্বাচনী কমিটিতে। কমিটিতে জায়গা পাননি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বঙ্গ বিজেপির একাংশের দাবি, নয়া নির্বাচনী কমিটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বঙ্গ বিজেপির দ্বন্দ্ব মেটাতে চাইছেন শাহ নাড্ডারা। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও প্রকাশ হয়নি। তার আগে নির্বাচনী কমিটি প্রকাশ থেকে স্পষ্ট হল বাংলাকে কতটা গুরুত্বসহকারে দেখছে দিল্লি। বাংলা বিজেপির অন্য অংশের দাবি, বঙ্গ বিজেপির গোষ্ঠী কোন্দল নিয়ে বেশ চিন্তিত অমিত শাহ। কারণ এর আগে একাধিকবার প্রকাশ্যে এসেছে গেরুয়া শিবিরের গোষ্ঠী কোন্দল।