
নিজস্ব প্রতিনিধি,কলকাতা : শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। শর্ত সাপেক্ষে অনুমতি দিলেন বিচারপতি কৌশিক চন্দ। তাঁকে নির্দিষ্ট কয়েকটি জায়গায় যাওয়ার অনুমতি দিল আদালত। নিশ্চিত করতে হবে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয়। কোন উস্কানিমূলক বক্তব্য দিতে পারবেন না শুভেন্দু অধিকারী। নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করবে রাজ্য পুলিশ। প্রয়োজনে অতিরিক্ত বাহিনী ব্যবহার করা যেতে পারে। আগামী ৩ ঘণ্টার মধ্যে নিজের সফর সূচি রাজ্য পুলিশকে জানাবেন শুভেন্দু। সন্দেশখালির ১৪৪ ধারার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল আদালত। আগামী ৭ দিনের জন্য বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ। কেন্দ্রীয় বাহিনীকে আপাতত ওই এলাকায় মোতায়েন করার নির্দেশ দিচ্ছি না, কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হলে ফল ভুগতে হবে রাজ্যকে। – মন্তব্য বিচারপতির।
একইসঙ্গে, বসিরহাটের পুলিশ সুপারের রিপোর্ট তলব করে আদালত। ১ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত কয়টি FIR হয়েছে রিপোর্ট দিয়ে জানাতে হবে। সাতদিন পর ফের শুনানি।