
সুনন্দা দত্ত, হুগলি : গত ৭ জানুয়ারি ডানকুনিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের রালিকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড ঘটে, তাতে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রত্নেশ সিং, রাজের রজক, সুরজ পিট্টি, অর্নব ঘোষ, রিত্তিক পাল ও সোমনাথ সাঁতরাকে এই ঘটনায় গ্রেফতার করা হয়। এবার ধৃত বিজেপি কর্মীদের পরিবারের সাথে দেখা করলেন শুভেন্দু অধিকারী। কর্মীদের জামিন না হলে, উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা।
শনিবার হুগলির শ্রীরামপুর জেলা পার্টি অফিসে ধৃত কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা। তাদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।