
মানস চৌধুরী, দমদমঃ ছত্রিশগড়ে নির্বাচনী প্রচারে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত এবং ভেঙে পড়েছে। স্বাস্থ্যের নিয়োগ থেকে শুরু করে স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহ পুরো স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির সঙ্গে বেশ কিছু সরকারি আধিকারিকও যুক্ত রয়েছে। স্বাস্থ্য মন্ত্রীর পদত্যগ দাবি করেন শুভেন্দু। পাশাপাশি আয়ুষ্মান ভারতেরজন্য সাবাল করেন তিনি।