
মানস চৌধুরী, দমদমঃ স্বাস্থ্য পরীক্ষা করতে যাবার আগে বিস্ফোরক প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দাবি, “আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে। মমতাদি ব্যাপারটা পুরোটাই জানে। দলের সঙ্গে ছিলাম আছি থাকবো। বিজেপি আমাকে ফাঁসিয়েছে। আমি মুক্ত, অলরেডি জেনে নিন আমি এর মধ্যে মুক্ত হয়ে গেছি। বিজেপি ফাসিয়েছে, মমতা দিয়ে সব জানে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির সঙ্গে আমি আছি। অবশ্যই দল আছে আমার সঙ্গে” ।