
তামসী রায় প্রধান, কলকাতা: যাদবপুর কান্ডে বৃহস্পতিবারের অশান্তির ঘটনায় পুলিশের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, যাদবপুরে তাঁকে খুনের চেষ্টা করেছে নকশাল পন্থীরা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু কান্ডে সরগরম বাংলা। প্রতিদিন চলছে প্রতিবাদ সভা, বিক্ষোভ, মিছিল। বৃহস্পতিবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে এইট-বি বাসস্ট্যান্ডের কাছে বিজেপি যুব মোর্চা একটি প্রতিবাদ সভা করে। সেখেনে বক্তব্য রাখতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বক্তব্য রাখার সময় কালো পতাকা দখায় নকশাল পন্থী ছাত্র সংগঠন রিভলিউশনারি স্টুডেন্টস ফেডারেশন (RSF)। এরপরই বাঁধে ধুন্ধমার কান্ড। বিজেপি যুব মোর্চার কর্মীদের সঙ্গে RSF ছাত্র সংগঠনের মধ্যে কথা কাটাকাটি থেকে, হাতাহাতি শুরু হয়। রক্তাত্ব হয় এইট-বি এলাকা।
শুক্রবার সকালে এ বিষয়ে টুইট করেন শুভেন্দু অধিকারী। লেখেন, “বৃহস্পতিবার রিভলিউশনারি স্টুডেন্টস ফেডারেশনের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা আমার উপর হামলা চালায়। এরাই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সমাজবিরোধীদের আখড়ায় পরিণত করেছে।” টুইট করেই এদিন এফআইআর করার কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী।