
প্রতীতি ঘোষ,দক্ষিণ চব্বিশ পরগনা:জ্যোতি প্রিয় মল্লিকের গ্রেপ্তারী ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা আর সেটাই হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী কে গ্রেফতারের পর এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।পাশাপাশি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে অশান্তি সৃষ্টি করবার পেছনেও জ্যোতিপ্রিয় মল্লিকের মদত ছিল বলেও বলে অভিযোগ করেন তিনি। এছাড়া ও বনগাঁ মহকুমা এলাকা জুড়ে জ্যোতিপ্রিয় মল্লিকের বেনামে চাল কল এবং অনেক জমি আছে বলেও দাবি করেন তিনি ।