
গোপাল শীল, রায়দীঘি: স্বপ্ন দ্বীপ খুনের বিচার চাই, ঘাতকদের শাস্তি চাই, র্যাগিং মুক্ত ক্যাম্পাস চাই,এই দাবীতে ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে বুধবার একটি মিছিল সংগঠিত করা হয় দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে। ওই মিছিলে উপস্থিত ছিলেন শতাধিক ছাত্র ছাত্রী সহ SFI নেতা অভিজিৎ হালদার, শীর্ষ মজুমদার সহ SFI কর্মীরা। আর ওই বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে র্যাগিংয় নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন দক্ষিণ বারাসাত ধ্রুব চাঁদ হালদার কলেজের সংস্কৃত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী শ্রাবণী নস্কর। তার দাবি ধ্রুব চাঁদ হালদার কলেজে বহিরাগতরা কলেজের ইউনিয়ন দখল করে বসে আছে। SFI করার অপরাধে তাকে অনেক কুরুচিকর মন্তব্য শুনতে হয়, হুমকি দিয়ে ভয় দেখায় TMCP এর বহিরাগত প্রাক্তনীরা। এবার সমস্ত কলেজের প্রাক্তনী ও বহিরাগতদের সরানো উচিত বলে মন্তব্য করেন তিনি।