
ত্রয়ণ চক্রবর্ত্তী, কলকাতা: বছর ঘুরলে লোকসভা নির্বাচন। তার আগে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ। এই কাজে দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিল বঙ্গ বিজেপি। শুধু মৌখিক নির্দেশ নয়, সার্কুলার জারি করে বলা হয়েছে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশ পালন করুন। ভোটের কাজে যুক্ত বি এল ও দের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখুন। ভুয়ো নাম বাদ দিতে এবং নতুন নাম তোলার কাজ করুন। পাশাপাশি আবাসন, শ্রমিক বস্তি এলাকায় বিশেষ জোর দিতে বলা হয়েছে । এক্ষেত্রে রাজ্যে সাত জনের কমিটি তৈরি করা হয়েছে । এবার জেলাতে পাঁচ জনের কমিটি তৈরি করতে হবে । বিধানসভা কেন্দ্র ধরে তিন জনের কমিটি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে কমিটিতে যুক্ত করতে হবে আইটি সেল কে।
ভোটার তালিকা নিয়ে এই ধরনের সার্কুলার প্রথম। কিন্তু সমস্যা হল এরাজ্যের গেরুয়া শিবিরের কাছে এইকাজ একদম নতুন, বেশিভাগ কর্মীরই হাতে কলমে এই কাজের অভিজ্ঞতা নেই। ফলে কি ভাবে এই কাজ করা হবে তা নিয়ে বিধানসভা ভিত্তিক তৈরি হয়েছে জটিলতা। তাই কর্মীদের মধ্যে থাকা অনেকে বিভ্রান্তি কাটানো এবং কীভাবে এই কাজ করতে হবে তা বোঝানো বিজেপি নেতৃত্বের কাছে চ্যালেঞ্জ।