
ওঙ্কার ডেস্ক:ট্যাব দুর্নীতির বড়সড় পর্দা ফাঁস,উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার দুর্নীতির মূল পান্ডা ইয়াসিন আলী ।উল্লেখ্য সুন্দরবনের অসংখ্য ছাত্র-ছাত্রীদের ট্যাবের টাকা পাওয়ার অ্যাকাউন্ট জাল করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিলো কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে।তাদের মধ্যে মূল অভিযুক্ত ইয়াসিন আলীকে গ্রেফতার করল বসিরহাট সাইবার ক্রাইম ও স্পেশাল অপারেশন গ্রুপ।উত্তর ২৪ পরগনা হিঙ্গলগঞ্জ ব্লক এর প্রত্যন্ত সুন্দরবনের কয়েকশ ছাত্র-ছাত্রীর ট্যাবের টাকা পাওয়ার অ্যাকাউন্টে নম্বর জাল করার অভিযোগ উঠেছিলো উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা ইয়াসিন আলী সহ চারজনের বিরুদ্ধে। চলতি বছরের নভেম্বর মাসের ১২ তারিখে অভিযোগ দায়ের করা হয়েছিল। এরপর এই তদন্তের ভার নেয় বসিরহাট পুলিশ জেলার সাইবার থানা ও স্পেশাল অপারেশন গ্রুপ। যৌথভাবে তদন্ত করে চাঞ্চল্যকর তথ্য পায় তারা। জানা যায় সুন্দরবনে ছাত্রছাত্রীদের একাউন্ট জাল করে মূল পান্ডা ইয়াসিন আলী রাজ্য সরকারের দেওয়া ট্যাবের জন্য টাকা নিজের একাউন্টে ঢুকিয়ে নিত । গ্রেফতার করার পর শুক্রবার ইয়াসিন আলী বসিরহাট মহাকুম আদালতে তোলা হয়েছে।