
সুকান্ত চট্টোপাধ্যায়,টাকি: উত্তর ২৪ পরগনা জেলার টাকির ইছামতি নদীর বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ধুন্ধুমার কান্ড। ঘাটের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সঙ্গে প্রথমে বচসা পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিসর্জন দিতে আসা সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে বিসর্জনের সময় স্থানীয় মহিলারা দাঁড়িয়েছিলেন বিসর্জন দেখার জন্য। সেই সময় পুলিশের এক কর্মী এসে ওই মহিলাদের কটুক্তি করেন এবং ধাক্কা দিয়ে সরিয়ে দেন বলে অভিযোগ। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। ইছামতির ঘাটে মোতায়ন পুলিশরা অবস্থান নিয়ন্ত্রণে আনতে প্রথমে কিছুটা বেগ পায়। পরে পূজা উদ্যোক্তাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।