
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপির উত্তর কলকাতার সভাপতি তমঘ্নো ঘোষের বাড়িতে হামলার অভিযোগ।সিসি টিভি ভেঙ্গে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে আমহারস্ট্রীট থানার সামনে বিক্ষোভ বিজেপি নেতৃত্বের। এদিকে আমহারস্ট্রীট থানার সামনে পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। বিজেপি নেতা তমগ্ন ঘোষের দাবি, উত্তর কলকাতা লোকসভা আসনে তৃণমূলের পরাজয় নিশ্চিত জেনে হামলা চালায় তৃণমূল। তার আর দাবি, তাপস রায়ের জয় নিশ্চিত। তাই বিজেপিকে ভয় দেখাতে এই ধরনের ঘটনা করছে তৃণমূল। যদিও তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, বিজেপির অভিযোগ মিথ্যা। তৃণমূল যে সিসিটিভি ভেঙেছে তার প্রমাণ দিক বিজেপি।