
প্রদীপ মাহাতো, পুরুলিয়া: তপন কান্দুর খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বিচারাধীন বন্দী সত্যবান প্রামাণিকের মৃত্যু।রবিবার ভোর ৫.৩০টা নাগাদ তিনি সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়েন । সঙ্গে সঙ্গে তাকে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।উল্লেখ্য গত বছর ১৩ই মার্চ বিকেল বেলা কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু সহ বেশ কয়েকজন গোকুলনগর এলাকায় পায়চারি করতে গেছিলেন । সেই সময় মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুষ্কৃতী তপন কান্দু কে লক্ষ করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় লুটিয়ে পড়েন তপন কান্দু। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ঝাড়খন্ডের রাঁচির একটি সরকারি হাসপাতালে নিয়ে গেলে গভীর রাতে তার সেখানেই মৃত্যু হয়।খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকায় গত বছর ১৩এপ্রিল সত্যবান প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করে সিবিআই। তারপর থেকে তিনি পুরুলিয়া জেলা সংশোধনাগারেই ছিলেন সত্যবান । ইতিমধ্যেই এই মামলার ফাইনাল চার্জশীট আদালতে জমা করে সিবিআই। এই খুনের ঘটনায় তাকে ষড়যন্ত্রকারী হিসাবে চার্জশিট জমা করে সিবিআই।সংশোধনাগার সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।এই মৃতুর ঘটনার বিচারবিভাগীয় তদন্ত করা হবে বলে জানা গেছে।