
শেখ এরশাদ, কলকাতা : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে শুক্রবার নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই. সেই মতো এদিন সকাল ১১ টা নাগাদ সিবিআই দফতরে হাজিরা দেন তাপস. প্রায় ২ ঘন্টা পর সিবিআই দফতর নিজাম প্যালেস থেকে বেরোলেন তৃণমূল বিধায়ক। সিবিআই সূত্রে খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর কন্ঠস্বরের নমুনা নিতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ১২ জন আধিকারিক বিধায়ক তাপস সাহার বাড়িতে তল্লাশি চালান। তাপস সাহার আপ্ত সহায়কের বাড়ি ও বাড়ির পাশের পুকুরেও তল্লাশি চালানো হয়েছিল।