
সঞ্জয় রায়চৌধুরী, কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা তৃণমূলের পুরনো দিনের সৈনিক ছিলেন প্রবীণ নেতা তাপস রায়| লোকসভা ভোটের আগে সেই দল এবং দলনেত্রীর বিরুদ্ধেই ক্ষোভ উগরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন| এবার প্রত্যাশা মতোই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে তাপস রায়কে প্রার্থী করল বিজেপি| আর প্রার্থী ঘোষণা হতেই জোরকদমে জনসংযোগে নেমে পড়েছেন তাপস রায়| দোলের দিন মধ্য কলকাতার লেবুতলা পার্কে রঙের উৎসবে মাতলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী| সঙ্গে ছিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষও. রবিবার নাম প্রস্তাব হওয়ার পরই দোল উৎসবকে হাতিয়ার করে প্রচারও সেরে নিলেন তাপস রায়