
আশীষ মন্ডল,তারাপীঠ:আজ মহাষ্টমী। মা তারাকে পুজো করা হচ্ছে দুর্গা রূপে। তারাপীঠে মা তারা একমাত্র অধিষ্ঠাত্রী দেবী। তাই তারাপীঠে কোন অন্যকোন দেবী মুর্তির পুজো করা হয় না। মা তারাকেই সর্বদেবী রূপে পুজো করা হয়ে থাকে। প্রাচীনকাল থেকে এই রীতি চলে আসছে তারাপীঠে। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী এই চারটি তিথিতেই মা তারাকে দুর্গা রূপে পুজো করা হয়ে থাকে। আজ মহাঅষ্টমীর তিথিতে তারাপীঠের মূল মন্দিরের সামনে নাটমন্দিরে করা হয় মহাযজ্ঞ। ন’টি ঘট প্রতিষ্ঠা করে দেবী দুর্গারূপে মা তারাকে পুজো করা হয়। এছাড়াও মহা অষ্টমীর তিথিতে তারাপীঠ মন্দিরে করা হলো কুমারী পুজো। গতবছর থেকে তারাপীঠ মন্দিরে অষ্টমীর তিথিতে কুমারী পুজো শুরু হয়েছে। সেইমতো মহাঅষ্টমীর তিথিতেও কুমারী পুজো করা হলো তারাপীঠ মন্দিরে।