
শেখ এরশাদ,মানিকতলা : সকাল সকাল মানিকতলা বাজারে টাস্কফোর্স এবং বটতলা থানার পুলিশের যৌথ অভিযান । সবজি ও আলুর বাজারদর নিয়ন্ত্রণে রয়েছে কিনা তা যাচাই করতে এই অভিযান । ইতিমধ্যেই পাইকারি বাজারে আলুর বাজার দর কমে গেছে। দর কমে যাওয়ায় খুচরো বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩২ টাকায়। ৩/৪ দিনে ৬ থেকে ৮ টাকা কেজি প্রতি কমেছে জ্যোতি আলুর। দাম কমেছে চন্দ্রমুখী আলুরও। ৩৬ থেকে ৩৮ টাকা কিলো প্রতি বিক্রি হচ্ছে চন্দ্রমুখী আলু।