
ওঙ্কার ডেস্ক:কেন্দ্রীয় বাজেটে সামুদ্রিক মাছের আমদানির উপর পাঁচ শতাংশ কর ছাড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ । এই সিদ্ধান্তের ফলে ইলিশ সহ অন্যান্য বেশ কিছু সামুদ্রিক মাছের দাম কমতে পারে মনে করছেন মাছ বিক্রেতারা।বৃষ্টি শুরু হওয়ার পর ইলিশের মরসুম সবে শুরু হয়েছে এবং বাজারে ইলিশের আমদানি ও শুরু হয়েছে। এবারের বাজেটে কর হ্রাসের ফলে মাছের দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন মৎস ব্যাবসায়ী থেকে সাধারণ মানুষ।
এর ফলে ভোজন রসিক বাঙালির পাতে পুষ্টিকর সামুদ্রিক মাছ আরও সহজলভ্য হতে পারে বলে মনে করা হচ্ছে।ইলিশের আমদানি শুরু হয়েছে বাজারে।দামও কিছুটা নাগালের মধ্যে।
পাঁচশ গ্রাম ওজনের ইলিশ ৬০০-৭০০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে।