
অরূপ পোদ্দার, শিলিগুড়ি:বোনাস না দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেল মালিক কর্তৃপক্ষ। আলোর উৎসবের আগে অন্ধকার নেমে এল নকশালবাড়ি ব্লকের বেলগাছিয়া ডিভিশনের তিরানা চা বাগানে। জানা গেছে ,দফায় দফায় সরকার পক্ষ, চা বাগান কর্তৃপক্ষ এবং শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করে ঠিক করা হয় দুর্গাপূজার আগে,সমস্ত চা বাগান গুলিকে ১৯ শতাংশ বোনাস দেওয়া হবে তবে দুর্গাপুজো পেরিয়ে যাওয়ার পরেও বোনাস পাননি বেলগাছির তীরানা চা বাগানের শ্রমিকেরা।বোনাস সংক্রান্ত বিষয়ে মালিক কর্তৃপক্ষের সঙ্গে বাগানের শ্রমিকদের বৈঠক হয়।বাগান কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় শুক্রবার বোনাস দেওয়া হবে। তবে জানা গিয়েছে লিখিতভাবে কিছু না জানিয়ে বাগান মালিকসহ বাগানের ম্যানেজার রাতের অন্ধকারে বাগানের অফিস ও ফ্যাক্টরি বন্ধ করে পালিয়ে যায়।এর ফলে বাগানের চা শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে বাগডোগরা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে শ্রমিকদের বক্তব্য দুর্গাপূজার সময় বোনাস দেওয়ার কথা ছিল তবে এখনো পর্যন্ত বোনাস পাননি তারা। সারা বছর কাজ করার পর কেন মালিক কর্তৃপক্ষ তাদের বোনাস দিচ্ছে না?প্রশ্ন চা বাগান শ্রমিকদের। যতক্ষণ না পর্যন্ত বোনাস পেয়ে যতক্ষণ পর্যন্ত বোনাস মিলছে না ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে দার্জিলিং জেলা আইএনটিটিইউসি শ্রমিক নেতা নির্জল দে ঘটনাস্থলে পৌঁছান। শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বোনাসের দাবি স্লোগান দিতে দেখা যায় তাকেও।