
বিক্রমাদিত্য বিশ্বাস, উত্তর দিনাজপুর: গত ৩০ নভেম্বর চা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী চায়ের অপচয় বন্ধ করতে পরীক্ষামুলকভাবে কাঁচা চা পাতা তোলার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পর্ষদের দাবী চায়ের অপচয় বন্ধ হলে চায়ের দামও বাড়বে। কিন্তু সেই নির্দেশিকা অমান্য করে চোপড়ার বিভিন্ন এলাকা থেকে লুকিয়ে চা পাতা তোলার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় সোনাপুর পঞ্চায়েত এলাকা থেকে লুকিয়ে তোলা চা পাতা উদ্ধার করেছে চোপড়া স্মল টি প্ল্যান্টার্স ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। এই ঘটনা কে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। চা বাগান গুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।চা পর্ষদের নির্দেশ অনুযায়ী বর্তমানে চা পাতা তোলা বন্ধ করা হলেও,সমস্যায় পড়েছেন চা শ্রমিকরা।তারা জানিয়েছেন এমনিতেই তাদের আয় কম,তার উপর এইভাবে যদি কাজ বন্ধ থাকার ফলে ,তারা বিভিন্ন সমস্যায় সম্মুখীন হচ্ছেন।