
শেখ এরশাদ, ঠাকুরপুকুর : বুধবার সকাল সাড়ে আটটার সময় ঠাকুরপুকুর থানার অন্তর্গত এলআইসি বাজারের কাছে এক ব্যক্তির হাতে খুন হন অপর এক ব্যক্তি। স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, সকাল সাড়ে আটটার সময় নিজের বোনকে টিউশনি দিয়ে ফিরছিল অনিমেষ সিং। সেই সময় স্কুটি নিয়ে বাড়ি ফিরছিল অনিমেষ সিং। তার বুকে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেয় এক দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে সে।আশেপাশের লোকজন ছুটে আসে, বেশ কয়েকজন আততায়ী পিছনে ধাওয়া করলেও তাকে প্রথম অবস্থায় ধরতে পারে না। এরপর অভিযুক্তকে ঠাকুরপুকুর থানার পুলিশ গ্রেফতার করে। আহত অবস্থায় অনিমেষ সিং কে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে কি কারণে এই খুন এখনো পরিষ্কার নয়।পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সাতসকালে এরকম ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ঘটলাস্থলে ঠাকুরপুকুর থানার পুলিশ এবং যে স্থানের ঘটনাটি ঘটেছে সেটা ঘিরে রেখেছে ঠাকুরপুকুর থানার পুলিশ।