
প্রতীতি ঘোষ,উত্তর ২৪ পরগনাঃ বাড়ির দরজায় ধর্ষণের হুমকি চিঠি,চাঞ্চল্য হাবড়ার আক্রমপুর এলাকায়। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় ভয়ে আতঙ্কে পুলিশের দ্বারস্থ হয় গৃহবধূসহ তার পরিবারের সদস্যরা। পরিবার সুত্রে জানা গেছে , রাতে দরজা খুলতেই একটি মদের বোতল ও দরজায় গোড়ায় একটি হাতে লেখা চিঠি দেখতে পাওয়া যায়। চিঠির শেষে একটি নাম ও ঠিকানা বাংলাদেশ লেখা রয়েছে। পুরো ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে।
চিঠির শুরুতেই লেখা ছিলো সাবধান, আমরা ধর্ষক। তারপরেই লেখা আগামী পাঁচ দিনের মধ্যে তোকে তুলে নিয়ে গিয়ে ১৫ জন মিলে ধর্ষণ করে বাড়ির সামনে ফেলে রেখে যাব। চিঠিতে আরও নোংরা ভাষার ব্যবহার করেছে দুষ্কৃতিরা। কেন এই চিঠি? কাদের হাত রয়েছে এর পেছনে? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে ওই গৃহবধূ ও তার ছেলে বলেন আমরা আতঙ্কের মধ্যে রয়েছি, পুলিশের সাহায্য চেয়েছি।