
অরূপ পোদ্দার, শিলিগুড়ি:মায়ের কামড়ে প্রাণ হারালো শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের তিনটি রয়্যাল বেঙ্গল শাবক । এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বন দপ্তরে। যদিও ঘটনাটি নিয়ে প্রকাশ্যে সেভাবে মুখ খুলতে চায়নি সাফারি পার্ক কর্তৃপক্ষ। গত সপ্তাহে রিকা নামে একটি রয়্যাল বেঙ্গল টাইগার তিনটি শাবকের জন্ম দেয়। শাবকের জন্মের খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হন পার্ক কর্তৃপক্ষ। কিন্তু নাইট শেল্টারেই ঘটে অঘটন। দু’দিনের মাথায় নিজের শাবককে মুখে নিয়ে অন্যত্র সরাতে গিয়ে ঘাড়ে কামড় বসায় রিকা । সেই কামড়ে তিনটি শাবকেরই ঘাড়ের কাছে শ্বাসনালিতে ফুটো হয়ে যায়। তিনটের মধ্যে দুটো শাবক কিছুক্ষণের মধ্যে মারা যায় ,একটি শাবককে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে পার্ক কর্তৃপক্ষ। কিন্তু শেষ রক্ষা হয়নি৷ অবশেষে তিনটি শাবকেরই মৃত্যু হয়।যত দিন যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ক্রমশ কমছে, এমন অবস্থায় ফুটফুটে তিনটি রয়্যাল শাবকের মৃত্যুর ফলে শোকের ছায়া নেমে এসেছে বেঙ্গল সাফারিতে।