
গোপাল শীল,বাবলু প্রামাণিক, কুলতলি:অবশেষে তিন দিনের মাথায় ভয় মুক্ত কুলতলি। সোমবার সকাল দশটা নাগাদ লোকালয় ছেড়ে জঙ্গলে ফিরে গেল বাঘ। কুলতলির ভুবনেশ্বরী অঞ্চলে গৌড়ের চকে বাঘটি যে জঙ্গলে ছিল সেটি সোমবার সকালে খাল পেরিয়ে আজমল মারি জঙ্গলে চলে যায়।
উল্লেখ্য শনিবার সকালে কুলতলি এলাকার মৈপিঠের ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় বাঘের পায়ের ছাপ দেখে এলাকায় চাঞ্চল্য শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মইপিট-কোস্টাল থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা।
গ্রামের আসে পাশের জঙ্গলের মধ্যে বাঘ আছে কী না তা দেখার জন্য আকাশ পথে ড্রোন ক্যামেরা ওড়ানো হয় ,যার সাহায্যে জঙ্গলের মধ্যে ভেতরের ছবি তুলে বাঘটিকে সনাক্ত করে বনদপ্তরে কর্মীরা।তারপর রবিবার সকালে আবার নতুন করে বাঘের পায়ের ছাপ ও নখের আঁচর দেখা যায়। তা দেখে আবারো আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা।রবিবার সকালে গ্রামের বেশির ভাগ অংশ ফেন্সিং নেট দিয়ে ঘিরে ফেলা হয় বনদপ্তর এর পক্ষ থেকে। তারপরে বাঘটিকে গভীর জঙ্গলে ফেরাতে ফাটানো হয় শব্দবাজি। অবশেষে সেই প্রচেষ্টা সফল হয়।সোমবার সকাল দশটা নাগাদ বাঘটি খাল পেরিয়ে জঙ্গলে ফিরে যায়। টানা তিন দিন পর স্বস্তির নিশ্বাস ফেললেন গ্রামবাসীরা। সেই সঙ্গে চিন্তামুক্ত হলেন বন দফতরের কর্মীরাও।