
উজ্জল হোড়, দক্ষিণ ২৪ পরগনাঃ ডুয়ার্সের নদীতে প্রাণের ঝুঁকি নিয়ে চিতা বাঘের শাবকের প্রাণ বাঁচালো জলপাইগুড়ির স্থানীয়রা। শোরগোল এলাকা জুড়ে। । জঙ্গল, বন্য প্রান, চা বাগান ও জনপদ নিয়েই ডুয়ার্স। শীত-গ্রীষ্ম সব সময়ই পর্যটকদের ভিড় লেগেই থাকে ডুয়ার্সে।এরই মাঝে একটি চমকপ্রদ ঘটনা ঘটে গেলো জলপাইগুড়ি জেলার এথেল বাড়ি চা বাগানে। প্রাণের ঝুঁকি নিয়ে চিতা বাঘের শাবকের প্রান বাঁচান স্থানীয়রা।
জানা গেছে চা বাঘানের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক নদীতে পড়ে গিয়েছিল চিতা বাঘের শাবক। জলে ডুবে মৃত্যুর মুখে পড়েছিল শাবকটি। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও দ্রুত শাবকটি উদ্ধার করতে ঝাপিয়ে পড়ে নএলাকাবাসী। শাবকটিকে উদ্ধার করে আগুনের তাপ দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেন তারা। এরই তাদের নজরে পড়ে জলের মধ্যে রয়েছে আরও ২ টি শাবক। সেগুলিকে ও উদ্ধার করে তারা এরপরে খবর দেওয়া হয় বন বিভাগে। বন বিভাগের কর্মীরা এসে শাবকদের স্বাস্থ্য পরীক্ষা করেন। তারা জানান আশে পাশেই মা চিতা বাঘ থাকতে পারে। তাই শাবকগুলিকে আশপাশের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
স্থানীয় এক ব্যক্তি বলেন, নদীর জলে বাচ্চা গুলো পড়ে গেছিলো। জল থেকে তুলে আগুনের তাপ দিয়ে প্রান বাঁচানোর চেষ্টা করি। বন বিভাগকে জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ তাঁরা নেবে।