
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র তিলোত্তমার বাবা-মাকে কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন ক্ষতিপূরণ লাগলে স্পষ্ট করে বলুন। সেই আবহে এবার মদন মিত্রকে পাল্টা নিশানা করলেন তিলোত্তমার বাবা। কামারহাটির বিধায়কের উদ্দেশে তিনি বলেন, ‘আমি ওঁকে টাকা দেব, আমার মেয়েকে ফিরিয়ে দিন।’
তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় শিয়ালদহ আদালত দোষী সাব্যস্ত করেছে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে। তাঁকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছেন বিচারক। রাজ্য সরকার এবং সিবিআই এর তরফে দোষীর ফাঁসির সাজা চেয়ে আবেদন করা হয়েছে। যদিও তিলোত্তমার পরিবারের তরফে সঞ্জয়ের এই সর্বোচ্চ শাস্তি চাওয়ার আবেদনে সম্মতি দেওয়া হয়নি। আর যার পর থেকেই নির্যাতিতার পরিবারের প্রতি বেলাগাম আক্রমণ শানাচ্ছেন শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতারা। কখনও ফিরহাদ হাকিম, কখনও কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কখনও আবার কুণাল ঘোষ আক্রমণ করেছেন।
সেই তালিকায় নবতম সংযোজন মদন মিত্র। সমস্ত সীমা ছাড়িয়ে মদন বলেছেন, ‘আমি ওদের বলেছি মেয়ের ক্ষতিপূরণে টাকা লাগবে? সেটা পরিষ্কার করে বলুন। এমনিতেই কয়েকশো কোটি টাকা ডাক্তারদের আন্দোলনে উঠে গেছে। আপনারা চাইলে এই মুহূর্তে হাজার-হাজার কোটি টাকা উঠে যাবে। সেটা যদি চান ওই টাকা দিয়ে মেয়ের নামে ভাল কাজ করবেন। তাহলে করতে হবে।’ এই মন্তব্যের জবাব দিলেন তিলোত্তমার বাবা।