
সঞ্জয় রায়চৌধুরী,ওঙ্কার বাংলাঃ ঘূর্ণিঝড় “দানা” মোকাবিলায় এবার All Bengal Researchers’ Initiative এর উদ্যোগে তিলোত্তমা হেল্পলাইন” চালু করা হল। তিলোত্তমার ন্যায়বিচারের দাবিকে স্মরণে রেখে, সাইক্লোনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সাহায্যার্থে এই উদ্যোগ।
রাজ্যে একদিকে আরজি কর কান্ডের প্রতিবাদ চেয়ে চলছে আন্দোলন, মিছিল কর্মসূচি। সেই আবহে ঘূর্ণিঝড় “দানা” তার দাপট দেখাতে শুরু করেছে। ক্রমশই শক্তি বাড়াচ্ছে “দানা”। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে নবান্ন ইন্ট্রিগ্রেটেড কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যেখানে সমস্ত জেলার সাথে যোগাযোগ থাকবে কন্ট্রোল রুমের। উপকূলবর্তী এলাকাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সাইক্লোন কবলিত এলাকাগুলির স্কুল ছুটি দেওয়া হয়েছে এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। দানার মোকাবিলায় বিপর্যস্ত মোকাবিলা বাহিনী মোতায়েন করা হলেও এবার All Bengal Researchers’ Initiative এর উদ্যোগে “তিলোত্তমা হেল্পলাইন” চালু করা হল। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী প্রতিকস্বরূপ “তিলোত্তমা হেল্পলাইন” এর মাধ্যমে আমরা আপনার পাশে আছি এমনটাই জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।