
ওঙ্কার ডেস্ক :
বেশ কিছুদিন আগেই মেরামতির জন্য ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয় গাজলডোবা ব্রিজে, যার জেরে বিপাকে পড়েছে এলাকার বালি ব্যাবসায়ীরা, এরই প্রতিবাদে সোমবার গাজলডোবা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বালি ব্যাবসায়ী,ট্রাক অ্যাসোসিয়েসনের মালিক ও এলাকার স্থানীয় বাসিন্দারা।উল্লেখ্য গাজলডোবা ব্যারেজ সংলগ্ন ওদলাবাড়ি এলাকার নদীঘাট থেকে রয়েলটি দিয়ে বালি নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি, জলপাইগুড়ি, বাংলাদেশে, যার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এই গাজলডোবা ব্রিজ। অনেকদিন ধরেই ব্রিজের উপর ৬ টনের বেশি ভারী গাড়ি যাতায়ত করতে পারবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছিল প্রশাসন। কিন্তু বালি ব্যাবসায়ীদের দাবী অন্য সমস্ত ভারী গাড়িকে যথেচ্ছ ভাবে যাতায়ত করতে দেওয়া হচ্ছে, আটকানো হচ্ছে শুধু বালি বোঝাই ট্রাকগুলিকে। যার কারণে সমস্যার মুখে পড়েছে সাধারণ মানুষ ট্রাক মালিক ও বালি ব্যাবসায়ীরা, কারণ এই অঞ্চলের বেশীরভাগ মানুষই এই ব্যাবসার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত এবং ব্যারেজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা কার্যত বেকার হয়ে পড়েছে। বিক্ষোভকারীদের দাবী, যতক্ষণ না পর্যন্ত জেলাশাসক এসে যান চলাচল পুনরায় শুরু করছেন বা কোন কার্যকারী সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষণ অব্দি এই পথ অবরোধ জারি থাকবে।