
নিজস্ব প্রতিনিধিঃ সিকিমে মেঘ ভাঙা বৃষ্টি এবং তিস্তা নদীতে হড়পা বানের জেরে বিপর্যস্ত। জলস্তর বাড়ছে তিস্তার নদীর সমতলে বাংলায়। জলপাইগুড়িতে তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লালা সংকেত জারি করা হয়েছে। এই পরিস্থিতি সংশ্লিষ্ট দফতরগুলির কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিলের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বুধবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে এক বৈঠকে টেলিফোনে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সংশ্লিষ্ট দফতরের কর্মী ও আধিকারিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি প্রস্তুত থাকতে বলা হয়েছে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরকে। কন্ট্রোল রুম খোলারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন বৈঠকে সেচ দফতরের সচিব, বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব, বিদ্যুৎ দফতরের সচিব, পূর্ত দফতরের সচিব, সবাইকেই সতর্ক করা হয়েছে। আপাতত সব ছুটি বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, পুজোর আগে বন্যার হাতছানি, বাংলা অনেকটা নৌকার মতো। ঝাড়খণ্ড জল ছাড়লে আমরা ডুবে যাই। ঝাড়খণ্ড জল ছাড়লে আমরা ডুবে যাই, সিকিম জল চাড়লে আমার ডুবে যাই। সতর্ক থাকতে হবে। যাতে প্রশাসনের দিক থেকে কোনও গাফিলতি না থাকে তা দেখতে হবে”।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তিস্তা মিলনপল্লী ফাঁড়ি ৩টি দেহ উদ্ধার হয়েছে, সেগুলি সেনাদেরও দেহ হতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী।