
উজ্জ্বল হোর, জলপাইগুড়িঃ রেমালের প্রভাবে উত্তর সিকিমে অতিবৃষ্টি। জলস্তর বাড়ছে তিস্তা নদীতে,, জল ঢুকছে ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলে। । বিপদসীমার উপরে বইছে তিস্তা নদীর জল। সারারাত বৃষ্টির জেরে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের তিস্তাপাড় সংলগ্ন টোটগাঁও গ্রামে ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে জল। তিস্তা নদীর জলস্তর বাড়তে থাকায় , পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে গ্রামবাসীদের। কারণ এর আগেও তিস্তার বিপর্যয়ে ব্যাপক ক্ষতি হয়েছিল এই এলাকায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা। । সেজন্য বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন।কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। প্রশাসনের তরফে সতর্কবার্তা দেওয়া হলেও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি ।