
প্রতীতি ঘোষ, টিটাগরঃ সোমবার সকাল থেকে মহা সমারহে পালিত হচ্ছে ইদুজ্জোহা উৎসব। এই উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হলো টিটাগরের বিটি রোডে। এই উৎসবে এদিন কয়েক হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ একত্র হন। বিটি রোডে রয়েছে বাংলা জামা মসজিদ । এই মসজিদের সামনে আয়োজিত হয় এই নামাজ পাঠ অনুষ্ঠান। । এদিন ঈদগা থেকে নামাজ পাঠ করান ইমাম সাহেব। এই বিশেষ ঈদে অংশ নেন টিটাগর পৌর সভার পৌর প্রধান কমলেশ সাউ, উপ পৌর প্রধান মহম্মদ জলিল প্রাক্তন পৌর সভার প্রশান্ত চৌধুরী সহ পৌর সভার অন্যান্য কাউন্সিলররা।
উদ্যোক্তারা জানান এখানে আমরা সবাই একসাথে ঈদ পালন করি। এটাই টিটাগরের ঐতিহ্য , সেটাই আমরা পালন করছি।