
প্রদীপ মাহাতো, পুরুলিয়া;জেলা নেতৃত্ব সঙ্গে বৈঠকে বসেও ঝালদা পুরসভার বিবাদ মিটলো না । বৈঠক শুরু হওয়ার পরই বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন তৃনমূলের দুই গোষ্ঠীর পুর প্রতিনিধিরা। কে হবে পুরপ্রধান এখন এই নিয়েই দ্বন্দ্ব শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে।। সূত্রের খবর ঝলদার প্রাক্তন পুরপ্রধান সুরেশ আগরওয়াল এবং তার অনুগামী চার কাউন্সিলর দাবি করেন তৃনমূলের প্রতীকে জেতা প্রতিনিধিদের মধ্য থেকে একজনকে পুরপ্রধান করতে হবে ।কিন্তু সেই দাবি মানতে চাননি বর্তমান পুরপ্রধান শীলা চ্যাটার্জি এবং তার সঙ্গী চার প্রতিনিধি।এর পরেই দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল শুরু হয় ।সুরেশ বাবুর দাবি,কিছু অবাঞ্চিত লোক বৈঠকে ঢুকে পড়াতেই বিপত্তি ।তবে সেই অবাঞ্চিত ব্যক্তি কারা তা স্পষ্ট করেননি তিনি ।
জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া অবশ্য বলেন,দুপক্ষেরই কথা শোনা হয়েছে | রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত মতো পরের পদক্ষেপ নেওয়া হবে ।তবে সুরেশ আগরওয়াল এবং তার অন্যতম অনুগামী সুদীপ কর্মকার সাফ জানিয়ে দেন,দলের প্রতীকে জয়ী যে কোন পুর প্রতিনিধিকে পুরপ্রধান করতে হবে।না হলে আমরা বিকল্প ব্যবস্থা নেব।
উল্লেখ্য গত সপ্তাহে শীলা চ্যাটার্জি এবং কংগ্রেসের ৪ জন প্রতিনিধি তৃণমূলে যোগ দেওয়ার পর ঝালদার কাউন্সিলররা কার্যত দু ভাগে বিভক্ত হয়ে যায় । ভাঙাগড়ার খেলা দেখতে অভ্যস্ত ঝালদা শহর এবার সরগরম আদি তৃণমূল বনাম নব্য তৃণমূলের লড়াই ঘিরে।