
ওঙ্কার ডেস্ক : ‘দলে বিত্তবান নয়, বিবেকবান চাই. কারও বিরুদ্ধে কোনও অভিযোগ যেন না পাই’, ২১-এর সভামঞ্চ থেকে সাংসদ-বিধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধিদের কড়া বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের. ‘অভিযোগ পেলেই অ্যাকশন নেওয়া হবে. ‘অন্যায়ের সঙ্গে কোনও আপোস নয়’, সাফ বার্তা দলনেত্রীর’.